আসাদুজ্জামান মাসুদঃ--চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বালিথুবা ইউনিয়নের চান্দ্রা বাজার হতে ১.৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত লোহাগড় মঠ।
ফরিদগঞ্জ সদর হতে ৭কিঃ মিঃ দূরে লোহাগড় মঠটি কিংবদন্তীর সাক্ষী হিসেবে আজো দণ্ডায়মান। প্রতাপশালী জমিদার পরিবারের দু’ভাই ‘লোহা’ ও গহড় এর নামানুসারে গ্রামের নামকরণ হয়েছে ‘লোহাগড়’। কথিত আছে যে, জনৈক ব্রিটিশ পরিব্রাজক লোহাগড় মঠ পরিদর্শনে এসেছিলেন বিধায় ভ্রাতাদ্বয় নদীর কূল হতে তাদের বাড়ি পর্যন্ত রাস্তা সিকি ও আধুলি মুদ্রা দিয়ে নির্মাণ করেছিলেন। এ রাস্তাটি বর্তমানে বিলুপ্ত।
ডাকাতিয়া নদীর কূলে তাদের বাড়ির অবস্থানের নির্দেশিকা স্বরূপ প্রায় এক হাজার বছর পূর্বে সু-উচ্চ মঠএবং তার নিকটে আরো ছোট তিনটি মুঠ নির্মাণ করেন ।আর্থিক প্রতিপত্তির নিদর্শন স্বরূপ বড় মঠটির শিখরে স্বর্ণদন্ড স্থাপন করেন।
অনেকের ধারণা মঠটির ভেতরে হীরা, মুক্তা, মাণিক, স্বর্ণের কূলা ও সোনার মুদ্রা রয়েছে এবং বিভিন্ন সময় গুপ্ত চোরেরা বারবার চুরির চেষ্টায় ব্যর্থ হয়। প্রতিদিন মঠের সৌন্দর্য উপভোগ করতে অনেকে ভীড় জমাচ্ছেন। মঠটি এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
Leave a Reply