আসাদুজ্জামান মাসুদঃ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে গুজব ছড়ানোর অভিযোগে এরইমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ২১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় র্যাবের অভিযানে ৮ জন এবং পুলিশের অভিযানে ১৩ জন সর্বমোট ২১ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এবং দুটি সাধারণ ডায়েরি সহ ১৩টি মামলা হয়েছে। এবং বিটিআরসিকে চিঠির মাধ্যমে একশোর মতো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে এছাড়াও আরও বহু সংখ্যক অ্যাকাউন্ট নজরদারিতে রয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন, এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু অ্যাকাউন্ট শনাক্ত করে অপরাধীদের ধরার অভিযান চলছে।
এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সবাইকে সতর্ক করে বলেন,কোনো গুজবে কেউ লাইক বা শেয়ার করলে ঐ ব্যক্তিও একই অপরাধে অপরাধী হবেন।
Leave a Reply