বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক Tedros Adhanom Ghebreyesus বলেছেন, করোনা মহামারীর কারণে সৃষ্ট বিশ্ব সংকট, সংক্রমণ ও মৃত্যু ছাড়াও অন্যান্য সমস্যার সৃষ্টি করবে।
মহাপরিচালক Ghebreyesus বলেন, আমরা জানি স্বাস্থ্য সংকটের চাইতেও, এটা বড় সংকট। এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কে আমরা অবগত আছি। তিনি বলেন, বিশ্বজুড়ে এখন সংক্রমণের সংখ্যা ১০ লাখের উপরে এবং মৃত্যুর সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেছে।
তবে অস্ট্রেলিয়ার প্রধান মেলিকেল কর্মকর্তা Brendon Murphy সিডনিতে বলেছেন, এই সংখ্যা তার চাইতে ১০ গুন বেশী হতে পারে। কারণ বহু দরিদ্র দেশে সংক্রমণ পরীক্ষার উপযুক্ত যন্ত্রপাতি নেই।
Leave a Reply