রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১২.৩৩ এএম
  • ২৯ বার পড়া হয়েছে

সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো: আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, স্বৈরাচার, ফ্যাসিবাদ আওয়ামী পন্থি কর্মকাণ্ডে জড়িতসহ নানা অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দ্রুততম সময়ে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে সাভার সরকারি কলেজ প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো: আখতারুজ্জামান একজন দুর্নীতিবাজ ও স্বৈরাচার। এছাড়া, তিনি বিগত সময়ে ফ্যাসিবাদ আওয়ামী পন্থি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এছাড়াও তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ রয়েছে। তাই সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে। দ্রুততম সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে কলেজের অধ্যক্ষ সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো উর্ধতনদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। (তথ্যসূত্র-তালাশ বিডি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com