অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
দেশব্যাপী নবেল করোনা ভাইরাসের প্রভাবে উপার্জন বন্ধ হয়ে যাওয়া দৈনিক মজুরকিৃত মজিদ দেশের ৮৫ ভাগ জনসংখ্যা। লক্ষ্মীপুরে এ রকমই একজন ট্রাক শ্রমিকের বাড়ীতে খাদ্য সমাগ্রীর বস্তা পৌঁছে দিলে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল। প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে রাতের আঁধারে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। প্রতিদিন দিনমজুর, হতদ্ররিদ্রসহ সকল পর্যায়ের শ্রমিকদের খাদ্য সহায়তা দেয়ার ব্যবস্থা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউজ্জামন ভূঁইয়া, এনডিসি বনি আমিন, সহকারী কমিশনার রাজিব হোসেনসহ অন্যান্যরা।
এর আগে রাত ১০ টায় কালেক্টরেট ভবনের সামনে ট্রাক-পিকআপ শ্রমিকদের মাঝে চাল-ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। এসব শ্রমিকদের খাদ্য নিশ্চিত করণে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। রাতে একস্থানে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় দুই শতাধিক হোটেল শ্রমিক, রিকশা-ভ্যান চালককে খাদ্য সহায়তা দেয়া হয়।
হোটেল ও পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র বলেন , দেশব্যাপী করোনা ভাইরাস বা কভিট-১৯ এর প্রাদুর্ভাব দেখা দেয়ার কারণে সরকারের নির্দেশে পণ্যবাহি ট্রাক ব্যতিত সকল যানচলাচল, নিত্যপণ্য ও ঔষধের দোকান ব্যতিত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা দেয়া হয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে-খাওয়া মানুষ ও দৈনিক মজুরকিৃত শ্রমিক। এদের খাদ্য সহায়তা দেয়ার জন্য সরকার যতেষ্ঠ বরাদ্ধ দিয়েছে। ইতোমধ্যে তাদের খাদ্য সহায়তা নিয়মিত দেয়া হচ্ছে। কেউ বঞ্চিত হবেনা। প্রত্যেকে খাদ্য সহায়তা পাবে বলে জানান এ কর্মকর্তা।
এসময় সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন চলার পাশপাশি সরকারী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে বাসা-বাড়ীতে অবস্থান করার পরামর্শ দেন ডিসি।
Leave a Reply