আসাদুজ্জামান মাসুদঃ কাজী পেয়ারা কে না খেয়েছেন,কাজী পেয়ারার একটি জাত উদ্ভাবন করেন গাইবান্ধার কৃতি সন্তান, বাংলাদেশের প্রখ্যাত কৃষি বিজ্ঞানী, কৃষি সংগঠক, ন্যাশনাল ইমেরিটাস সায়েন্টিস্ট ডঃ কাজী এম বদরুদ্দোজা, যা তার নামানুসারে ‘কাজী পেয়ারা’ নামে নামকরণ করা হয়।
কৃষিক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার” হিসাবে পরিচিত স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয় তাকে।
ধানের বাইরে বাংলাদেশের প্রধান দুটি দানাদার ফসল চাষ শুরুর ক্ষেত্রেও কাজী বদরুদ্দোজা নেতৃত্ব দেন। দেশে আধুনিক জাতের গম উদ্ভাবন ও চাষ শুরু করা আর ভুট্টার বাণিজ্যিক আবাদ তার হাত দিয়ে শুরু। ভুট্টা থেকে তেল উদ্ভাবন এবং তা পোলট্রিশিল্পের খাদ্য হিসেবে ব্যবহার শুরুর ধারণাটিও তার কাছ থেকে আসা। ছত্রাকের গণ ‘কাজিবোলেটাস’ এর নামকরণও করা তার নাম থেকেই।
তিনি বার্ধক্যজনিত কারণে গত ৩০ আগস্ট, ২০২৩ বিকেল সাড়ে ৪টায় মৃত্যুবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
(তথ্য ও ছবি-সংগৃহীত)
Leave a Reply