শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

টিসিবির চাল বরগুনায় এনে বিক্রি করার সময় সজিব খান নামে এক ডিলারকে ৯০ বস্তা চাল সহ বরগুনা ডিবি পুলিশ আটক করেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১১.৪০ পিএম
  • ১১৩ বার পড়া হয়েছে

মল্লিক জামালঃ বরগুনায় খাদ্য অধিদপ্তরের ৯০ বস্তা চালসহ মো. সজিব খান নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

আটক সজিব খান তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জালাল খানের ছেলে এবং ‘আম্মাজান এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে বরগুনা পৌর শহরের গগন স্কুল সড়কে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি মিনি ট্রাকে খাদ্য অধিদপ্তরের ৯০ বস্তা চালসহ সজিব খানকে আটক করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে ২০ হাজার টাকা জব্দ করেন ডিবি পুলিশের সদস্যরা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি চালসহ একজনকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুম্পা বলেন, “ডিলার সজিব বড় বগি ইউনিয়নের মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। ট্যাগ অফিসার নিজে উপস্থিত থেকে ওই ইউনিয়নের ১ হাজার ১৬৫ জনের চাল বিতরণ করেছেন। কিন্তু সজিবের কাছে ৯০ বস্তা সরকারি চাল কোথা থেকে এসেছে আমার জানা নেই। আটক ব্যক্তির ডিলারশিপ বাতিলের জন্য ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com