আমেরিকার নতুন ভিসানীতি নিয়ে আলোচনা তুঙ্গে। এনিয়ে রাজনীতির মঞ্চে কথা হচ্ছে অনেক। এই নীতির আওতায় কারা পড়বেন বা পড়তে পারেন, এই নিয়ে চলছে পক্ষে বিপক্ষে বিতর্ক। তবে ঢাকায় মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে, ঘোষণার দিন থেকেই বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রয়োগ শুরু হয়েছে।
তবে, যুক্তরাষ্ট্র যে এই প্রথম কোন দেশের বিরুদ্ধে এমন ধরনের ভিসা নীতি নিলো তেমন নয়। অতীতে নাইজেরিয়া ও উগান্ডার মত কিছু দেশের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এমনকি বর্তমানেও অনেক দেশের উপর নতুন ভিসা নীতি এরিমধ্যেই কার্যকর করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় গেলো ১৯ জুলাই চার দেশের ৩৯ ব্যক্তির ওপর নতুন ভিসা নীতি আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, নিকারাগুয়া, হন্ডুরাস এবং এল সালভাদরের।
৩৯ জনের মধ্যে এই তালিকায় ১০ জন গুয়াতেমালার, ১০ জন হন্ডুরাসের, ১৩ জন নিকারাগুয়ার এবং এল সালভাদরের ৬ জন ব্যক্তি রয়েছে। এসব ব্যক্তিদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও দুর্নীতিসহ বেশকিছু অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হয়ে পড়েছেন। তাদের মধ্যে কারও ইতোমধ্যে মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞায় এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্টের নাম আছে বলেও উল্লেখ করা হয়।
সরকারি চুক্তি সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার জন্য এসব ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ঘুষ, চাঁদাবাজি, অর্থপাচারসহ দুর্নীতির অর্থ স্থানান্তর এবং সরকারি ও বেসরকারি দুর্নীতি তদন্তকারীদের হুমকি ও ভয় দেখানোর কাজেও জড়িত এসব ব্যক্তিরা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গণ ও সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদন এবং অন্য সব নির্ভরযোগ্য সূত্র থেকে সঠিক তথ্য সংগ্রহের পরই ৩৯ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় হয়।
Leave a Reply