নিজস্ব প্রতিবেদক ঃ জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ -৮ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের আইনজীবী ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মানিত সদস্য এডভোকেট শাহ্ মনজুরুল হক মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
মঙ্গলবার রাতে প্রেসক্লাবে মতবিনিময় সভায় তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তিনি দলের অবদান রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করে জানান আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দলীয় নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অসহায় মানুষের পাশে রয়েছি। বিভিন্ন দূর্যোগময় মুহুর্তেও পাশে থেকে ব্যাক্তিগতভাবে সার্বিক সহযোগিতা করে আসছি।
দল আমাকে মনোনয়ন দিলে এ আসন থেকে আমি নিশ্চিত বিজয় লাভ করে প্রধানমন্ত্রীকে উপহার দিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জুয়েল তালুকদার,অ্যাডভোকেট মো: সজিবুল ইসলাম সহ আরো অনেকেই ছিলেন।
Leave a Reply