আসাদুজ্জামান মাসুদঃ দেশে করোনা ভাইরাস নিয়ে গুজবের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। কেউ গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নিয়ে গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজও শুরু করেছে । গুজব রটানো এক ডাক্তারসহ বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। তথ্য যাচাই ছাড়া কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্য কোন মাধ্যমে প্রচারনা না করার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে দেশের প্রতিটি জেলার গ্রামে গ্রামে হাটবাজারে সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মাধ্যমে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে এ মন্তব্য করেন। তিনি আরো বলেন কিছু বেশি উৎসাহিত মানুষ করোনা ভাইরাস নিয়ে খুব বেশি গুজব ছড়াতে ব্যস্ত। তাই করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে কোনভাবেই যাতে গুজব না ছড়ায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
Leave a Reply