সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

তালতলীতে জমি জবর দখলের অভিযোগ চাচাতো ভাই ও তার সন্তানদের বিরুদ্ধে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ১২.২৩ এএম
  • ১১৯ বার পড়া হয়েছে

তালতলী সংবাদদাতাঃ বরগুনার তালতলীতে বাবার জমি জমা থেকে বঞ্চিত করে ওই জমি জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে আপন চাচাতো ভাই ও তার সন্তানদের বিরুদ্ধে। উপজেলা নিশানবাড়ীয়া ইউনিয়নের মেনি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুফিয়াতুননেছা (৯০) তার পিতার একমাত্র মেয়ে ছিলেন। পিতার মৃত্যুর পরে তার আত্মীয় স্বজনরা তার পৈত্রিক সুত্রে পাওয়া জমি নানা কৌশলে বেদখল দিতে চেয়েছে। গতরাতে অবৈধভাবে ঘর নির্মাণের সামগ্রী নিয়ে এসে ঘর তোলার চেষ্টা চালায় সুফিয়াতুননেছার স্বজনরা। এসময়ে সে বাধা দিতে গেলে তাকে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে সুফিয়াতুননেছা (৯০) বলেন, আজ মঙ্গলবার (৩০ মে ২০২৩) আমার পিতার মৃত্যুর পরে সেই জমি বেদখল দেয়ার চেষ্টা করছে আমার স্বজনরা। এর পাশাপাশি তাঁরা আমাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছে। সোহরাব (৬০) মোস্তফা (৫০) সোহেল (৩৫) জাহিদ (৩০) ও শহিদুল (৪৫) কে অভিযুক্ত করে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি ন্যায় বিচার চাই।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com