শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

মালিতে আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩, ১.১৯ পিএম
  • ৭৭ বার পড়া হয়েছে

মালিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।রবিবার (২৮ মে) মালির স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ-২) এর একটি টহল দলের একটি মোটর-শেড-এ এই বিস্ফোরণ ঘটে। গুন্ডাম-টোংকা-নিয়াফুংকে হাইওয়ের একটি পাহাড়ের পাশে দুর্গম মরুভূমিতে মোটর-শেডটি টঞ ছিলো।

সেখানেই আইইডি বিস্ফোরণের শিকার হয় টহল দল। সোমবার (২৯ মে) সন্ধ্যায় ঢাকায় পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিস্ফোরণটি হয়েছে মালির টিমবুকটু অঞ্চলের গুন্ডাম সুপার ক্যাম্প থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।

এই ঘটনায় পুলিশ সদস্যদের বহনকারী সাজোয়া বাহিনীর যানটি ও (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে, পুলিশ সদর দপ্তর আহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ করেনি।টহল দলটি মালিতে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশনের অংশ(এমআইএনইউএসএমএ)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  টহলরত শান্তিরক্ষীরা রাস্তার মাঝখানে একটি সন্দেহজনক গর্ত দেখতে পান। তারা কৌশলে গর্ত অতিক্রম করার সময় আইইডি বিস্ফোরিত হয়। পুলিশ শান্তিরক্ষীদের বুদ্ধিমত্তা এবং উচ্চ-স্তরের বিস্ফোরণ প্রতিরোধে এপিসিটি’র সক্ষমতার কারণে, তারা আরো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে।

উল্লেখ্য যে এমআইএনইউএসএমএ কর্তৃপক্ষ, বিএনএনএফপিইউ-২, এমআইএনইউএসএমএ এবং মালির সদস্যদের অত্যন্ত প্রশংসা করেছে; কারণ তারা পেশাদারিত্ব এবং সতর্কতার সঙ্গে তাদের শান্তিরক্ষার দায়িত্ব পালন করেছেন। মালির এই অঞ্চলে আইইডি বিস্ফোরণ সাধারণ ঘটনা।এদিকে, সম্প্রতি মালিতে জাতিসংঘের তিন বাংলাদেশি শান্তিরক্ষী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলায় আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

মঙ্গলবার দূতাবাস বলেছে, আমরা মালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য শান্তিরক্ষীদের অবিচল অঙ্গীকার ও আত্মত্যাগের প্রশংসা করি।” যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের সবার দ্রুত আরোগ্য কামনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com