বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকো ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের মৃত্যু ৪৬তম বিসিএস প্রিলির ফল উত্তীর্ণ ২১৩৯৭ জন প্রার্থী চাঁদপুর ঘাটে সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম বেড়েছে ইসকন নিষিদ্ধ চেয়ে ও আইনজীবী হত্যার বিচার চেয়ে লিগ্যাল নোটিশ নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ ইসকনকে নিষিদ্ধের দাবিতে ক্ষোভ ও বিক্ষোভ মিছিলে উত্তাল চট্টগ্রাম নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা পাবে সিগাল হোটেলস

চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩, ১২.১৮ পিএম
  • ৭৯ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রামথেকেঃ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ সংলগ্ন এলাকায়

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোঃ জহরুল ইসলাম রেজার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজুল ইসলাম,সাবেক সংসদ সদস্য,চেয়ারম্যানের শিল্পবিষয়ক উপদেষ্টা, জাতীয় পার্টি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান,জাতীয় পার্টি,আহবায়ক জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শফিকুল আলম চৌধুরী,সদস্য জাতীয় পার্টি,সদস্য সচিব,জাতীয় পার্টি,চট্টগ্রাম উত্তর জেলা। স‌ফিক উল আলম চৌধুরী, কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য হাজী শওকত আকবর,চট্টগ্রাম ঊত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মেজবাহ উ‌দ্দিন আকবর,জাতীয় যুব জাতীয় যুব সংহ‌তি চট্টগ্রাম ঊত্তর জেলা আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস‌্য স‌চিব  মুসা তালুকদার, জাতীয় ম‌হিলা পা‌র্টি সাংগঠ‌নিক সম্পাদক ও জাতীয় স্বেচ্ছা‌সেবক পা‌র্টি, চট্টগ্রাম মহানগ‌রের ম‌হিলা বিষয়ক সম্পা‌দিকা কাজী প্রিয়া আক্তার মুক্তা, নগর তরুণ পা‌র্টি সাধারণ সম্পাদক ওসমান গ‌ণি, নগর জাতীয় স্বেচ্ছা‌সেবক পা‌র্টির  যুগ্ম আহ্বায়ক এম আজগর আলী, সফিউল আলম শ‌ফি, আবদুর রব, মোঃ মাঈন, শ‌ফি,যুব নেতা কামাল উ‌দ্দিন মাসুদ, মোঃ রন্জু অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,১৯৮৩ সালে এই দিনে সাবেক সফল রাষ্ট্রনায়ক এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বেচ্ছাশ্রম, অর্থনৈতিক মুক্তি ও ইসলামি মূল্যবোধ শ্লোগানে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি প্রতিষ্ঠা করেন।
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সব সময় জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে কাজ ক‌রে যা‌চ্ছে।আজ বিশ্ব প‌রি‌স্থি‌তি সংকটাময়, এমন সংকটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন।

আজ সাধারণ মানুষ বাজার কর‌তে গে‌লে মানুষ কান্না ক‌রে খা‌লি হা‌তে ফি‌রে আ‌সে, মানু‌ষের আ‌য়ের চে‌য়ে ব‌্যয় বে‌ড়ে গিয়েছে, ভোট বিহীন অ‌বৈধ সরকারের কিছু নেতা ও আমলারা দেশটা‌কে লুটপাট ক‌রে খা‌চ্ছে, সাধারণ মানু‌ষের মে‌ৗ‌লিক অ‌ধিকার নাই, মানুষ ভোট টা পর্যন্ত দি‌তে পা‌রে না, জনগ‌ণের সকল মৌ‌লিক অ‌ধিকার ফি‌রি‌য়ে দি‌তে ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন কর‌তে ‌জাতীয় স্বেচ্ছা‌সেবক পা‌র্টি সবর্দা সাধারণ মানুষ‌কে নি‌য়ে কাজ ক‌রে যা‌চ্ছে। বর্তমা‌ন দে‌শে সংকট ও অ‌স্থিরতা তৈ‌রি হ‌য়ে‌ছে এর থে‌কে উত্তর‌ণের জন‌্য ও দে‌শের মানুষ‌কে শা‌ন্তি ফি‌রি‌য়ে দি‌তে আগামী দি‌নে জাতীয় পা‌র্টি সরকার গঠ‌নের বিকল্প নাই, আগামী নির্বাচ‌নে জাতীয় পা‌র্টি ৩০০ আস‌নে প্রার্থী দিবেন।

পল্লীবন্ধুর ৯ বৎসরে শাসনামল ছিল দেশ ও জা‌তির জন‌্য সোনালী যুগ, সল্প বা‌জেট দি‌য়ে দেশ ও জা‌তির জন‌্য যে অবকাঠা‌মো ও অন‌্যান‌্য উন্নয়ন ক‌রে‌ছেন তা অ‌বিস্মরণীয় হ‌য়ে‌ থাক‌বে,তি‌নি উপ‌জেলা পদ্ধ‌তির মাধ‌্যমে প্রত্যেক নাগ‌রি‌কের অ‌ধিকার বাস্তবায়ন ক‌রে‌ছি‌লেন। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা ক‌রে‌ছি‌লেন, শুক্রবারকে সক‌লের জন‌্য সাপ্তা‌হিক ছু‌টি‌ ঘোষণা ক‌রে‌ছি‌লেন। প্রত্যেক ধর্মের উপসনাল‌য়ের বিল মওকুফ ক‌রে‌ছি‌লেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com