শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তালতলীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে কৃষকের মৃ’ত্যু ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা মোরেলগঞ্জের নিশানবাড়িয়ায় ইউপি সদস্যর জমি গভীর রাতে দখল চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে (১০) জন, জুয়াড়ি গ্রেফতার মুগদা ও গেন্ডারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত গাজীপুরের শ্রীপুর থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে : ওবায়দুল কাদের দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

ঈদকে ঘিরে ১৫ হাজার কোটি টাকার নতুন নোট

  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৩.৫৮ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

ঈদকে ঘিরে গ্রাহকদের কাছে নতুন টাকার আকর্ষণ একটু বেশি। তাই গ্রাহকদের কথা বিবেচনা করে প্রতিবছরই ঈদের আগমুহূর্তে বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক।আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার ( ৯ এপ্রিল ) থেকে ঢাকা, গাজীপুর ও নারায়গঞ্জ অঞ্চলের ৩২টি ব্যাংকের ৪০টি শাখার মাধ্যমে বিনিময় শুরু হয়েছে নতুন টাকার। এবার বাংলাদেশ ব্যাংক মোট ১৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে । এর সমপরিমাণ টাকার মাধ্যমে নতুন টাকা তফসিলি ব্যাংকগুলোকে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ।বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের পরিচালক মো. সারওয়ার হোসেন গণমাধ্যমে বলেন, এ বছর মোট ১৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে। এর সমপরিমাণ টাকার মাধ্যমে নতুন টাকা ব্যাংকগুলোকে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। একজন নিতে পারবেন সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকার নতুন নোট।

৯ এপ্রিল থেকে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ৩২টি ব্যাংকের ৪০টি শাখার মাধ্যমে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে চার ধরনের নতুন নোট (৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নোট) বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বাবু বাজার শাখা, ঢাকা; এনসিসি ব্যাংক লিমিটেড, যাত্রাবাড়ী শাখা, ঢাকা; পূবালী ব্যাংক লিমিটেড, সদরঘাট শাখা, ঢাকা; জনতা ব্যাংক লিমিটেড, আব্দুল গণি রোড করপোরেট শাখা, ঢাকা; অগ্রণী ব্যাংক লিমিটেড, জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, ঢাকা; এক্সিম ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা,ঢাকা; রূপালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়,ঢাকা।

ওয়ান ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা; সোনালী ব্যাংক লিমিটেড, রমনা করপোরেট শাখা, ঢাকা; আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, নন্দীপাড়া শাখা, ঢাকা; এনসিসি ব্যাংক লিমিটেড, মালিবাগ শাখা, ঢাকা; অগ্রণী ব্যাংক লিমিটেড, রামপুরা টিভি শাখা, ঢাকা; এবি ব্যাংক লিমিটেড, প্রগতি সরণি শাখা, ঢাকা; প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, বসুন্ধরা শাখা, ঢাকা; প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, বনানী শাখা, ঢাকা; ব্যাংক এশিয়া লিমিটেড, বনানী-১১ শাখা, ঢাকা।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা; সাউথইস্ট ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা; আইএফআইসি ব্যাংক লিমিটেড, গুলশান শাখা, ঢাকা; সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা; প্রাইম ব্যাংক লিমিটেড, এ্যালিফেন্ট রোড শাখা, ঢাকা; ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, নিউমার্কেট শাখা, ঢাকা; ব্যাংক এশিয়া লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা; সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মোহাম্মদপুর শাখা, ঢাকা।

সোনালী ব্যাংক লিমিটেড, জাতীয় সংসদ ভবন শাখা, ঢাকা; ব্র্যাক ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা; ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা; এক্সিম ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা; দি সিটি ব্যাংক লিমিটেড, বেগম রোকেয়া সরণী শাখা, ঢাকা; জনতা ব্যাংক লিমিটেড, রজনীগন্ধা, ঢাকা (সাবেক কচুক্ষেত করপোরেট শাখা); ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, গাউসুল আযম এভিনিউ শাখা, ঢাকা; রূপালী ব্যাংক লিমিটেড, উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, ঢাকা।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ; এক্সিম ব্যাংক লিমিটেড, শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ; ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কাচপুর শাখা, নারায়ণগঞ্জ; প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ; মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সাভার শাখা, সাভার এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড, কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ; সোনালী ব্যাংক লিমিটেড, কোর্ট বিল্ডিং শাখা,গাজীপুর।

বাংলাদেশ ব্যাংকের নতুন বিল্ডিংয়ের নিচ তলা থেকেও নতুন টাকার নোট নিতে পারছেন গ্রাহকরা। কোনো ব্যক্তি যেন একাধিকবার নতুন টাকা নিতে না পারেন এজন্য এনআইডি কার্ড দিয়ে টাকা নিতে হচ্ছে। এখান থেকেও একজন নিতে পারছেন সর্বোচ্চ আট হাজার ৫০০ টাকা।

ভোগান্তি এড়াতে অনেকেই খোলা বাজার থেকে নতুন টাকা কিনছেন বাড়তি অর্থ খরচ করে। গুলিস্থান ও মতিঝিল সেনাকল্যাণ ভবনের সামনের অস্থায়ী নতুন টাকার বাজার জমে উঠেছে। এসব বাজার থেকে প্রতি এক বান্ডিল নতুন টাকার জন্য গ্রাহকদের গুনতে হচ্ছে বাড়তি ২০০ টাকা পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com