মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ড পতেঙ্গা নবারুন সংঘ ক্লাবের ৩য় বারের মত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ শনিবার রাতের সাড়ে ১১ টার দিকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলার আয়োজন করেন পতেঙ্গা নবারুন সংঘ।
হাজ্বী মোঃ খুরশিদ আলমের সভাপতিত্বে,
উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলায় প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজ্বী মোঃ হারুন কোম্পানি,সাবেক সভাপতি ও সমাজসেবক,পতেঙ্গা নবারুন সংঘ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজ্বী মোঃ ইমতিয়াজ চৌধুরী,বিশিষ্ট সমাজসেবক ওক্রীড়া ব্যক্তিত্ব,মোঃ আলী হায়দার।মেম্বার
এসময় আরো উপস্থিত ছিলেন,হাফেজ মাওলানা কারি ইমরানুল হক শামীম,ধুমপাড়া বায়তুচ্ছালাম জামে মসজিদ।
উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলার পরিচালনা করেন,নুরুল ইসলাম,পতেঙ্গা নবারুন সংঘ সাধারণ সম্পাদক। ফাইনাল খেলা পরিচালনা করেন,অত্র ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির খোকন।সার্বিক সহযোগিতা করেন,জাহিদুল আলম বখতিয়ার সহ-সভাপতি। সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ। অর্থ সম্পাদক আনছারুল হক রনি।
ব্যাডমিন্টন খেলায় উপস্থিত ছিলেন,অত্র টুর্নমেন্টের আহবায়ক ও ক্রীড়া সম্পাদক মঞ্জুর আলম,যুগ্ন আহবায়ক মোঃ ইউসুফ, সহঃক্রীড়া সম্পাদক মোঃ সাঈদ, সিনিয়র সদস্য মোঃ মাহমুদুল হক,এছাড়া আরো উপস্থিত ছিলেন,ক্লাবের অফিস সম্পাদক,মোঃ বাপ্পি,ফেনী ক্যারিয়ারের সত্বধিকারি শহিদ কোম্পানি, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াব্যক্তিত্ব মোঃ নেছার সিদ্দিক ও প্রমুখ।
উক্ত ব্যাডমিন্টন ফাইনাল খেলায় তিন ক্যাটাগরিতে অংশ গ্রহণ করেন,খুরশিদ /নেছার বনাম টিটু রুবেল,৩য় স্থানে,রেজাউল /রহিম,বনাম,ইসলাম ইউসুপ।ব্যাডমিন্টন ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন-হোন কায়সার/সানি,রিফাত,আরিফ,জুটি রানার্সআপ।
ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরুস্তার তুলে দেন।
Leave a Reply