ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নের ভুলসোমা সাইয়্যিদ বাড়ীতে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল-১লা ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্টিত হয়।
হযরত শাহ সুফি সাইয়্যিদ মুহম্মদ রওশন রহমতুল্লাহি আলাইহি’র ছেলে মেয়েদের মাঝে সাইয়্যিদ মুহম্মদ আবদুল গফুর রহমতুল্লাহি আলাইহি’র সুযোগ্য সন্তান সাইয়্যিদ মুহম্মদ মাসুম ও সাইয়্যিদ মুহম্মদ আরজু এবং অস্ট্রেলিয়া বসবাসরত দুই মেয়ে,জামাতা ও নেক সন্তানরা উনারা ঈশ্বরগঞ্জের ভুলসোমা গ্রামের সাইয়্যিদ বাড়ীতে এসে প্রতি বছরের ন্যায় এবারেও মিলাদ শরীফ-দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভুলসোমা সাইয়্যিদ বাড়ীর পূর্ববর্তী লোকদের রুহের মাগফিরাত কামনা ও দেশ- জাতির উন্নতির লক্ষে বিশেষ দোয়া করা হয়।মাহফিল শেষে উপস্থিত লোকদের মাঝে বরকতময় খাবার দেওয়া হয়।
এসময় সাইয়্যিদ মুহম্মদ মাসুম, সাইয়্যিদ মুহম্মদ গোলাম মোস্তফা,সাইয়্যিদ মুহম্মদ আবুল মনসুর,সাইয়্যিদ মুহম্মদ জাকির হোসাইন রানা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,ঢাকা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) ময়মনসিংহ জেলা শাখার সদস্য সাংবাদিক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার উনার নানার বাড়ী।
Leave a Reply