পঞ্চগড় জেলার ১৭শ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লক্ষ ৬১ হাজার ৩শ ৭৪ জন ছাত্র-ছাত্রীকে হাম রুবেলা টিকা দেয়া হবে। এর মধ্যে আটোয়ারী উপজেলার ২৪০ টি বিদ্যালয়ের ২৯ হাজার ১শ ৪০, বোদা উপজেলার ৪শ ৪৯ বিদ্যালয়ের ৬৫ হাজার ২শ ৫০, দেবীগঞ্জ উপজেলার ৪৫২ টি বিদ্যালয়ে ৫৭ হাজার ২শ ৯, পঞ্চগড় সদর উপজেলায় ৬৪ হাজার ৬শ ৯৯, তেতুলিয়া উপজেলার ১৮১ টি বিদ্যালয়ের ৩২ হাজার ৬শ ৮০, পঞ্চগড় পৌরসভার ৬১টি বিদ্যালয়ের ১২ হাজার ৩শ ৯৬ জন ছাত্র-ছাত্রীদের হাম রুবেলা টিকা দেয়া হবে। এর মধ্যে প্রথম দফায় ১৮ মার্চ থেকে ২৫ মার্চ স্কুল পর্যায়ে এবং দ্বিতীয় ও তৃতীয় দফা ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কমিউনিটি ক্যাম্পেইন চলবে।
টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান শনিবার ব্রিফিং করেন এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. সিফাত জাহান,জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রাফি মোজাম্মেল ও সিভিল সার্জন কার্যালয়ের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ উপস্থিত ছিলেন।
Leave a Reply