শুক্রবার অশান্ত দক্ষিণ-পূর্ব ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, বিক্ষোভকারীরা ব্যাংকে হামলা চালায়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, একজন ঊর্ধ্বতন ধর্মীয় নেতা সারাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত মাসে ২২ বছর বয়সী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর পাঁচ সপ্তাহ ধরে চলা বিক্ষোভ এই ইসলামিক প্রজাতন্ত্রটিকে গ্রাস করেছে।
শুক্রবার, জাহেদান শহরে বিক্ষোভকারীরা ঢিল ছোঁড়ে এবং ব্যাংকে হামলা চালানোর পরে, পুলিশ কমপক্ষে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে, যাদেরকে “দাঙ্গাকারী” হিসাবে বর্ণনা করা হয়েছে, প্রাদেশিক পুলিশ প্রধান আহমেদ তাহেরিকে উদ্ধৃত করে সরকারী বার্তা সংস্থা আইআরএনএ এ কথা বলেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, জুমার নামাজের পর ৩০০ জন বিক্ষোভকারী শহরে মিছিল করেছে। এতে ব্যাংক ও দোকানের ভাঙা জানালা দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলিতে হাজার হাজার বিক্ষোভকারীকে দেখা গেছে “স্বৈরশাসকের মৃত্যু চাই” বলে শ্লোগান দিতে। তারা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে উল্লেখ করছিল এবং বাসিজ মিলিশিয়ার প্রসঙ্গে “বাসিজিদের মৃত্যু” বলে শ্লোগান দিতে দেখা যায়। বাসিজ মিলিশিয়াকে বিক্ষোভকারিদের ব্যাপকভাবে দমন করতে দেখা যায়।
Leave a Reply