বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস গেব্রেইসস বিশ্বজুড়ে ভাইরাস সংক্রমণ বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। WHO জানায় যে, বিশ্ব জুড়ে সংক্রমণের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেছে ।৪৭টি দেশে নুতন করে ২,৭৪৬ জনের সংক্রমণের কথা জানানো হয়েছে ।মহা পরিচালক গেব্রেইসস বিভিন্ন দেশের প্রতি এই ভাইরাসকে আয়ত্তে রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবার পরামর্শ দিয়েছেন । তিনি বিভিন্ন সরকারের প্রতি আকুল আবেদন জানান যে, তারা যেন যে কোনো মূল্যে প্রতিটি সংক্রমণের বেলায় পরীক্ষা ও বিচ্ছিন্ন করাকে নিশ্চিত এবং তাদের পরিচর্যা ও তাদের সকল যোগাযোগকে সনাক্ত করেন ।
Leave a Reply