# পৃথিবীতে তোর কত বন্ধুই না ছিল,যেদিন তোকে কবর দিয়ে গেল তারপরের দিনটিতে তোকে আর প্রয়োজন হলো না-তোর কবর টাকে ফিরে দেখার-একেই বলে পৃথিবী-(স্বপন)
# মানুষ তখনই একা চলার সিদ্ধান্ত নেয়,
যখন সে পৃথিবীর সব সুখ-দুঃখের সীমানা পার হয়ে আসে, তখন সে বুঝতে পারে জীবনটা একা চলাই ভালো-(স্বপন)
# পৃথিবীতে তোমার শত্রুকে ভয় পেয়ো না,কারণ শত্রু তোমার না জানাকে ক্ষতি করতে পারে।
আপন কে বেশি ভয় পাও,কারণ সে তোমার অস্তিত্বকে বিলীন করে দিতে পারে-(স্বপন)
# বন্ধু তাকেই বলে যে বন্ধুর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সে কি অবস্থায় দিন কাটাচ্ছে না সুখ না দুখ-(স্বপন)
# দুঃসময়ের অন্ধকার কে কখনো ভুলে যেওনা,কারণ সু-সময়ের সুগন্ধি বাতাস বেশি দিন টিকে থাকে না-(স্বপন)
# পৃথিবীতে চলতে গিয়ে একে অপরের হাত ধরা সহজ। কিন্তুু চলার পথে একে অপরের হাত ধরে রাখাই এই বড় কঠিন-(স্বপন)
Leave a Reply