সোমবার, ২৬ মে ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮.২৪ পিএম
  • ১০ বার পড়া হয়েছে

সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন জিয়া পরিবারের সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সব প্রক্রিয়া শেষে দু-একদিনের মধ্যে এ বিষয়ে আদেশ জারি করা হবে। সচিবালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

২০১৩ সালে দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী ডা. জোবাইদা রহমানের চাকরির অবসান হয়।

মঙ্গলবার (৬ মে) ১৭ বছর পর লন্ডন থেকে শাশুড়ি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরেছেন ডা. জোবাইদা রহমান।

বুধবার বিকেলে বনানী সামরিক কবরস্থানে বাবা সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। এসময় আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমানও ডা. জোবাইদার সঙ্গে ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান লন্ডনে অবস্থান করছিলেন ২০০৮ সাল থেকে। ২০১৩ সালে দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান হয়।

১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জোবাইদা রহমানের বিয়ে হয়। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি। ওই পরীক্ষায় সারাদেশে প্রথমস্থান অধিকার করেছিলেন ডা. জোবাইদা রহমান।

ডা. জোবাইদা রহমান এক জন হৃদরোগ বিশেষজ্ঞ। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন তিনি। সেই সাথে যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন ডা. জোবাইদা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com