মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে মৌসুমের সর্বোচ্চ ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৪০ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ দুর্গোৎসবকে কেন্দ্র করে সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রতিমা তৈরির ধুম সরকারি খরচে ১২ লাখ ৮৩ হাজার জনকে আইনি সহায়তা ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান শুল্কমুক্ত সেই ৩০টি বিলাসবহুল গাড়ি পাচ্ছে সরকারি বিভিন্ন দপ্তর শুটিং সেটে আহত সালমান খান, স্থগিত সব কার্যক্রম নতুন এইচ-১বি ভিসার আবেদন ফি ১ লাখ ডলার : হোয়াইট হাউস হাসিনা-রেহানার বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলায় আরও ৯ জনের সাক্ষ্যগ্রহণ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ১২ জন

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮.০৭ পিএম
  • ৩৮ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে মোট পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা মর্ডান গার্ডেন সিটির সামনে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে চাকা বাস্ট হয়ে গেলে সেটি থেমে যায় এবং চালক-সহযোগীরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মেরামতের চেষ্টা করছিলেন। ঠিক তখনই গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে থেমে থাকা অ্যাম্বুলেন্সকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের পেছনে থাকা আরোহীরা বাসের নিচে চাপা পড়েন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার পর শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাষাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। একজন নারী ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়ারলেস অফিসার মো. আরিফ আনোয়ার বলেন, “আমরা পৌঁছানোর আগেই হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করেছে। অ্যাম্বুলেন্সটি চাকা মেরামতের সময় দাঁড়িয়ে ছিল, তখনই এই ভয়াবহ ঘটনা ঘটে।”

হাষাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা গেছেন। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের মাঝে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com