বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় বৃষ্টি কামনা করে ইসতেস্কার নামাজ আদায় নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি পিরোজপুরে প্রতিপক্ষের হামলা কলেজ ছাত্রের মৃত্যু আগামী বছর ৭০ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেয়া হবে : ধর্মমন্ত্রী ১১ বছর ধরে সাক্ষ্যগ্রহণেই ঘুরপাক খাচ্ছে রানা প্লাজা ট্র্যাজেডি খিলগাঁও থেকে শিশু পর্নোগ্রাফির অভিযোগে সাহিত্যিক টিপু কিবরিয়াকে দুই সহযোগীসহ গ্রেপ্তার চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়লেও দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া : মেয়র শেখ ফজলে নূর তাপস মিয়ানমার থেকে ১৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

রাজশাহী মহানগরীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৬.০১ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

 

মল্লিক মোঃ জামাল,                                  সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সারাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের নামের মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

বুধবার সকাল ১০ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লালমনিরহাট চার সাংবাদিকের ওপর হামলা ও ঢাকায় পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের মারধরসহ রাজশাহীর বাঘা উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রবিউল ইসলামের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানানো হয়।

বক্তারা বলেন, গত শুক্রবার (১২ আগস্ট) সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে যমুনা টিভির লালমনিরহাট প্রতিনিধিসহ চার গণমাধ্যমকর্মীর ওপর হামলা হয়। হামলার শিকার সাংবাদিকরা হলেন- যমুনা টিভির আনিসুর রহমান লাডলা, প্রথম আলোর আব্দুর রব সুজন, এখন টেলিভিশনের মাহফুজুল ইসলাম বকুল ও যমুনা টিভির ক্যামেরাপারসন আহসান।

এদিকে রাজধানীর কামরাঙ্গীর চরে এসপিএ ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরা পারসন সাজু মিয়ার ওপর হামলা হয়েছে।
অপরদিকে রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট কল্যাণী শিশু সনদের তিন পর্বের ধারাবাহিক সংবাদ প্রকাশ করেন জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা। সংবাদ প্রকাশের জেরে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ও রাজশাহী জেলা প্রতিনিধি রবিউল ইসলামসহ
চারজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন প্রতিষ্ঠানটি। উক্ত হামলা ও মামলা প্রত্যাহারসহ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

মানববন্ধনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দ্রুত হামলারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবে। সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়ার মত নয়। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয় মানববন্ধনে।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, বারবার সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে কিন্তু যথোপযুক্ত শাস্তি হচ্ছে না। আমরা সরকারকে অনুরোধ করছি দ্রুত সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন করুন। এভাবে সাংবাদিকদের উপর নির্যাতন, মামলা, হামলা হলে সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবে না।

সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় ও সভাপতি আবু কাওসার মাখন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নিরো, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিনিয়র সহঃ সভাপতি শামসুল ইসলাম, সহ সভাপতি ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য, শাহিনুর রহমান সোনা, মানবাধিকারকর্মী ও সাংবাদিক শাহিন সাগর, জুবায়ের আলম রাজন, সদস্য, আনসার তালুকদার স্বাধীন, এফ ডি আর ফায়সাল, শফিফুল ইসলাম, আজাদ আলী, রবিউল ইসলাম, শানাউল কবির, হাসেম আলী, কামাল, রিদয়, রাকিব, রাজিব হোসেন রাতুল, তমাল দাস, মেহেদি হাসান, সোনিয়া, রকি, লিটন, মিম, মামুন, মানিক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com