হারুন,জবি প্রতিনিধিঃ গতকাল (৩০জুলাই) গুচ্ছের ‘ক’ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে ১২টায়। পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ভিড়ে মুখোরিত ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা। বিশেষ করে বাহদুর শাহ পার্কে ছিলো সবচেয়ে বেশি মানুষের পদচারণা।
দুঃখের বিষয় রাস্তায় ভ্যান, রিক্সা, গাড়ির জ্যামের কারণে যারা শেষের দিকে হলে ঢুকেছে তাদের কষ্ট বেড়ে গিয়েছিল কয়েকগুণ। গরমের মধ্যে অভিভাবকদের দেখা গেছে অস্থির এক পরিস্থিতিতে। ক্যাম্পাসের মধ্যে রোভার স্কাউটরা পরিস্থিতি সামাল দিয়েছে। কোন বিল্ডিং-এ যাবে সেটা বুঝতে না পারায় শেষের দিকে অনেকের ছোটাছুটি লক্ষ্য করা যায়।
প্রায় শতাধিক শিক্ষার্থী ভুল কেন্দ্রে পরীক্ষা দিতে আসে। কিন্তু সময় না থাকার কারণে জবি কর্তৃপক্ষ তাদের জবি ক্যাম্পাসেই পরীক্ষার ব্যবস্থা করে দেন। এ সম্পর্কে জবি উপাচার্য অধ্যাপক ড. ইমাদাদুল হক বলেন, ‘কিছু শিক্ষার্থী ভুল কেন্দ্রে চলে এসেছে। কিন্তু আমরা চাই না কারো এক বছর নষ্ট হোক, তাই এখানেই তাদের পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি।’
পরীক্ষার আগে এবং পরীক্ষা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি। এ বিষয়ে জবি উপাচার্য বলেন, ‘ সুষ্ঠু পরিবেশে পরীক্ষা চলছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি।’
তবে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন নিয়ে কথা হয়েছে। যেখানে ২২ টি বিশ্ববিদ্যালয়ের জন্য এই প্রশ্ন সেখানে এতো গাদাগাদি করে প্রশ্ন করায় কিছুটা মন ক্ষুন্ন শিক্ষার্থীরা। পরীক্ষার্থী ফাতেমা রহমান বলেন, ‘প্রশ্ন সোজাই এসেছে। কিন্তু রাফ করার জায়গা কম ছিল। অনেক প্রশ্ন একসাথে থাকায় কিছুটা কষ্ট হয়েছে।’ অভিভাবকরাও এ বিষয়টি নিয়ে আলোচনা করতে দেখা গেছে।
বাহদুর শাহ পার্কে দেখা যায় বিভিন্ন জেলার কল্যান সমিতির অবস্থান। তারা পানি, স্যালাইনসহ নানান দরকারি জিনিস নিয়ে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সাহায্যের জন্য প্রস্তুত ছিলেন।
সর্বোপরি, এক উৎসব মুখর পরিবেশে গুচ্ছের ‘ক’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। উল্লেখ্য যে, আগামী ১৩ আগস্ট ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Leave a Reply