বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে চীনে মারাত্মক করোনাভাইরাস রোগীর সংখ্যা আপাতত হ্রাস পেয়েছে, তবে নিম্নমুখী প্রবণতা পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াসাস বলেছেন বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বন্ধ করার এখনও সময় রয়েছে।
তিনি বলেন, “ডাব্লুএইচও সুযোগ কাজে লাগানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে এবং আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কেও এটি করার অনুরোধ করছি,”।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চীনের দেওয়া প্রতিবেদনে জানানো হয় এখন পর্যন্ত ৭৪,৬৭৫জন আক্রান্ত হয়েছে মারা গেছে ২১২১জন। চীনের বাইরে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম। সর্বশেষ রিপোর্টে জানা গেছে ১৭৬ টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মানুষ। মারা গেছে ৭জন। গত দিনে ইরান তাদের প্রথম পাঁচজন আক্রান্ত ও দুজন মারা যাওয়ার খবর দিয়েছে।
Leave a Reply