আপনি ছোট্ট কোলের শিশুকে নিয়ে বইমেলায় এসেছেন, আপনার আদরের শিশুকে সময়মতো ব্রেস্ট ফিডিং করাতে না পারলে হয়তো শুরু করবে কান্নাকাটি। এমন পরিস্থিতিতে বইমেলায় বই দেখা বা ঘোরার মজাটাই হয়তোবা শেষ হয়ে যাবে। এমন চিন্তা করার কোন অবকাশ নেই। এ বিষয়টি মাথায় রেখেই বইমেলা প্রাঙ্গনে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।
বইমেলায় নিয়ে আসার পর ক্ষুধায় কাঁদতে শুরু করলো ছোট্ট শিশু। কিন্তু কোথায় ব্রেস্ট ফিডিং করাবেন এ নিয়ে ভাবনায় পড়ে যান মায়েরা। আশেপাশে কোথাও একটু নিরিবিলি জায়গা খুঁজতে থাকেন। কিংবা ছোট্ট শিশু যদি প্রস্রাব-পায়খানা করে দেয় তখন মা দুশ্চিন্তায় ভোগেন কোথায় গিয়ে ডায়াপার পাল্টাবেন।
ছোট্ট শিশুকে মেলায় নিয়ে এসে ব্রেস্ট ফিডিং করাতে যেন কোন প্রকার বিড়ম্বনায় পড়তে না হয়, শিশুর প্রস্রাব-পায়খানা নিয়ে যেন কোন দুশ্চিন্তা না করা লাগে সেজন্যই মায়েদের সেবায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ মহতি উদ্যোগ। বইমেলায় আপনার শিশুর জন্য শিশু পরিচর্যা কেন্দ্র খুঁজে পেতে নিকটস্থ পুলিশের সাহায্য নিন।
এছাড়াও যোগাযোগ করতে পারেন বইমেলায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে। যোগাযোগ করুন এই নম্বরসমূহে, ০১৯২১-১৮৯৬৬০ (বাংলা একাডেমি এলাকায় পুলিশ কন্ট্রোলরুম) এবং ০১৭৪৯-৭১৬৮০০ (সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পুলিশ কন্ট্রোলরুম)।
Leave a Reply