অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডাক্তার দেখাতে এসে ফাতেমা জাহান সালেহা নামে এক মহিলা ছিনতাইকারীর খপ্পরে পড়েছেন। এতে ঐ মহিলার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্নের চেইন নিয়ে উধাও হয়ে যায় ছিনতাইকারীরা। ছিনতাইয়ের বিষয়ে হাসপাতাল ও সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
অভিযোগ সূত্রে জানা যায়, ফাতেমা জাহান সালেহা নামে ওই মহিলা সকালে ডাক্তার দেখাতে এসেছেন লক্ষ্মীপুর সদর সরকারি হাসপাতালে। এসময় ভীড়ের মধ্যে কোন এক সময় তার গলায় থাকা ১২ আনা ওজনের চেইনটি ছিনতাইকারীরা নিয়ে যায়। এরপর বহু খোঁজাখুজি করেও সেটি ফেরত পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ড. আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply