মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মাইজবাগ ‘ইয়ান কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট’এর উদ্যোগে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ইয়ান কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট’এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ইয়ান কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট’এর পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক মোঃ আনিসুজ্জামান লিংকন। প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান লিংকন ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাধীনতার ৫০ বছরে এই সোনার বাংলাদেশে বিভিন্ন কার্যক্রমে উন্নয়ন করেছে। আইসিটি আমাদেরকে ইন্টারনেট ও আরো কিছু সুবিধার মাধ্যমে তথ্য যোগাযোগকে সহজ করে দিয়েছে। ফলে আমাদের সৃজনশীলতা ও দক্ষতা বেড়েছে বহুগুণ। তাই কম্পিউটার শুধু একটি যোগাযোগ মাধ্যমই নয় বরং জ্ঞান আহরণ তথ্য আদান প্রদান সহ তথ্য ও প্রযুক্তিতে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আশাবাদি। তিনি আরো বলেন এ প্রতিষ্ঠানের সফলতা ও সকলের সহযোগিতা কামনা করছি। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম সুমন, মাইজবাগ বাজার বিদ্যাময়ী পাঠাগারের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান মালেক। আরো উপস্থিত ছিলেন ‘ইয়ান কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট’ এর কম্পিউটার শিক্ষক মোহাম্মদ মিশুক ইসলাম, ‘ইয়ান কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট’ সহকারী ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান (আকাশ) সহ প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষার্থী মুসাম্মত সোনিয়া আক্তার মিতু, মুসাম্মত মিম, মুসাম্মত সাদিয়া আক্তার উর্মি, মোঃ ফয়সাল, মোঃ তুহিন, মোঃ জুনাইদ, মোঃ সাইফুল ইসলাম, মোজাম্মেল, মেহেদি হাসান সহ আরো অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে মহান স্বাধীনতা দিবসের সম্মানার্থে দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। মিষ্টি বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply