হারুন,জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বারা পরিচালিত “পরিবেশ ক্লাবের”নতুন উদ্যমে কার্যক্রম উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
রবিবার (৬-০৩-২০২২) সকাল ১১ টায় ভূগোল ও পরিবেশ বিভাগের ১১৩ নং কক্ষে একটি আলোচনা সভার অয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ও “পরিবেশ ক্লাবের” আহবায়ক আশরাফ উদ্দিন। এছাড়া ও উপস্থিত ছিল ভূগোল ও পরিবেশ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী বৃন্দ।
উক্ত সভার আলোচ্য বিষয়গুলোর মধ্যে হল- নতুন সদস্য সংগ্রহ, ১৪, ১৫ ও ১৬ তম ব্যাচের ম্যাপ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা সংশ্লিষ্ট, নতুন কমিটি গঠন সংক্রান্ত এবং পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করন সংক্রান্ত বিষয়াবলী ফুটে উঠে।
এ বিষয়ে “পরিবেশ ক্লাবের” আহবায়ক মো: আশরাফ উদ্দিন বলেন, “পরিবেশ ক্লাব” জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের স্বীকৃত একটি ক্লাব। এর মাধ্যমে আমাদের বিভাগের সংশ্লিষ্ট সবাই বিভাগের পরিবেশ, পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে সচেতন হবে। প্রথমত এটা স্বল্প পরিসরে কাজ শুরু করেছিল, পরবর্তিতে করোনা পরিস্থিতির জন্য কার্যক্রম কিছুটা ব্যাহত ছিল। সকলের উপস্থিতি ও সহযোগিতা আবার আমরা পুনরায় পরিবেশ ক্লাবের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
তিনি আরো বলেন- প্রতি সপ্তাহ ও মাসিক পরিবেশের উপর নানা কর্মকাণ্ডের সেমিনারের ব্যবস্থা করার আয়োজন থাকবে। এছাড়া, চিত্রাংকন, পরিবেশ দূষণের কারণ ও প্রতিকার, বিভিন্ন দেয়ালিকার আয়োজন করা হবে।
একপর্যায়ে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে ১৩ তম আবর্তনের রায়ান রিয়াজ তপু ও উর্মি আক্তার পুতুলকে কো-অর্ডিনেটর ও ১৪ তম আবর্তনের ফারহান আহমেদ রাফিদ ও শ্রেয়শী শিকদারকে সহায়ক কো-অর্ডিনেটর হিসেবে ঘোষণা করা হয়।
পরিবেশ ক্লাব সম্পর্কে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন জানান,” পরিবেশ ক্লাব বিশ্ববিদ্যালয়ের একটি উপকারী ক্লাব। করোনা পরিস্থিতির জন্য এর কার্যক্রম কিছুদিন বন্ধ ছিল। পরিবেশ ক্লাবের শিক্ষার্থীরা নিজেদের বিভাগ কে নিজেরাই সাজাবে, এতে অন্য বিভাগের শিক্ষার্থীরা ও অনুপ্রাণিত হবে।এতে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় “পরিস্কার – পরিচ্ছন্ন ” বিশ্ববিদ্যালয় হিসেবে একটি রোল মডেল হবে।
ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের সংবাদমাধ্যমকে বলেন, আমাদের বিভাগের পরিবেশ ক্লাব যে ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। গোটা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিতে হবে। এ ক্ষেত্রে সবার সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে “পরিবেশ ক্লাব ” নামের পরিবেশ বিষয়ক ক্লাব চালু করা হয়েছিল ২০১৫ সালে।
Leave a Reply