গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ নং সৈয়দ পুর ইউনিয়নের শিবপুর গ্রামের শিবপুর সার্ববজনীন দূর্গা মন্দিরে যাওয়ার রাস্তা যানবাহন সহ সকল চলাচলের চরম অসুবিধায় ভোগতেছে।
ঐ গ্রামের জিতেন্দ্র নাথ রায় সাংবাদিক কে জানান এই যাতায়াতের রাস্তায় সুধির বাবুর দীঘি থাকায় দীঘির ভাঙ্গনে যাতায়াতের রেকর্ড ভূক্ত রাস্তা দীঘিতে ভেঙে পড়ে রাস্তা সুরু হয়ে যায় এতে রিক্সা,ভ্যান,ইত্যাদি বিভিন্ন যান চলাচল করতে পারে না।এবং শিবপুর মন্দিরে দূর্গা পুজা অনুষ্ঠান উৎসব কালে চরম দূর্ভোগ পোহাতে হয়।
এ গ্রামের জিতেন্দ্র নাথ রায় আরো বলেন গত উপজেলা পরিষদের নির্বাচন প্রাক্কালে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম ভোট চাইতে এসেছিলেন আমি তিনাকে বলছিলাম আমাদের এই যাতায়াতের রেকর্ডকৃত রাস্তাটি সংস্কার করে দিতে হবে,তিনি বলে ছিলেন আপনারা সবাই ভোট দিয়ে চেয়ারম্যান করেন,আমি চেয়ারম্যান হইলে আপনাদের রাস্তাটা অবশ্যই করে দিবো।তিনার চেয়ারম্যান হওয়ার এক বছর হয়ে গেলে ও আমাদের রাস্তাটি সংস্কার হয়নি।
ঔ এলাকার বাসিন্দারা জানান আমরা অতি শীঘ্রই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটি পুরো সংস্কারের জন্যে।
Leave a Reply