সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

 বাংলা ট্র্যাক প্রমিয়ার লীগ টি-২০ ক্রিকেটে বাংলা ট্র্যাক রয়েলস অপরাজিত চ্যাম্পিয়ন।

  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ৯.৩০ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

ক্রীড়া সংবাদঃ চট্টগ্রাম আকমল আলী রোড সিডিএ মাঠে বাংলা ট্র্যাক প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে।৬ ফেব্রয়ারী শনিবার সকাল ১০ঘটিকার সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির উদ্যোগে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বাংলা ট্র্যাক প্রমিয়ার লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে তারুণ্য দীপ্ত বাংলা ট্র্যাক রয়েলস। আকর্ষনীয় এ ফাইনালে বাংলা ট্র্যাক কিংস কে ৮০ রানে পরাজিত করে। সিডিআই মাঠে টসে জয় লাভ করে রয়েলস কে ব্যাটিং এ পাঠায় কিংস এর অধিনায়ক রবিউল ইসলাম ।

 

রয়েলস এর অধিনায়ক শাহরিয়ার বিন রুবেল এর জড়ো অপরাজিত ৮৭ রানের উপর ভর করে ২০ ওভারে অনায়েশে ৭ উইকেট এ ১৮৫ রান করেন রয়েলস এছাড়া মিরাজ ১৪, মুরাদ ১০, ফারুক ১৯, আমির ১০, সোভন ৬,সাইমুন ৫, সৈকত ৯ করেন কিংস এর মুস্তাফিজুর রহমান ও রবিউল ইসলাম ৩ টি করে উইকেট নেয় । ১৮৫ রানের জবাবে তাদের নিয়ন্ত্রীত বোলিং ও ফিল্ডিং এর মাধ্যমে কিংস কে ২০ ওভারে ১০/১০৪ রানের মধ্যে আটকে ফেলে। কিংস এর হয়ে রোহান ৪০, অর্পন ২৫, রিয়াম ২, রবিউল ২, মাজহারুল ৫, মোস্তাফিজুর রহমান ৮, জুনায়েদ ১ সামিরুজ্জামান ০,সামির ১, আলভী ২ শাফি ২ রান করেন এবং রয়েলস এর অধিনায়ক শাহরিয়ার বিন রুবেল ৩ উইকেট এবং ফারুক ও রহমান ২ মরাদ ১ উইকেট করে নেন, তাই রয়েলস অনায়েশে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করে রয়েলস । ফাইনালে রয়েলস এর শাহরিয়ার বিন রুবেল প্লেয়ার অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এছাড়া অর্পন সেরা বোলার, রোহান সেরা ব্যাটিং নির্বাচিত হন। টুর্নামেন্টের লিগ পর্যায়ে রয়েলস বৃষ্টি বিঘ্নিত ১টি খেলা ছাড়া বাকী সব গুলোতে জয়লাভ করে যোগ্যতর দল হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অর্জন করে রয়েলস । টুর্নামেন্টে কিংস, রয়েল ছাড়াও ওয়ারিয়র্স, বুলস, সুপার কিংস,প্রিমিয়ার লীগ এ অংশ নেয়।
খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি
এইচ এম জামাল উদ্দিন যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ৪০নং ওয়ার্ড চট্টগ্রাম মহানগর ও বিশেষ অতিথি নাজমা আক্তার অপি টি এস পি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল সহকারী শিক্ষিকা সহ অভিভাবক বিন্দু চ্যাম্পিয়ন ও রানার দলের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com