দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ময়মনসিংহের গৌরীপুরে টেকনিক্যাল স্কুল ও কলেজে বৃহস্পতিবার ( ৬ জানুয়ারী /২০২১) বেলা সাড়ে ১১টার সময় বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধিমেনে ষষ্ঠ, সপ্তম,অষ্টম ও নবম শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লটারী অনুষ্ঠিত হয়েছে। নবম শ্রেণিতে দুই শিপ্টে ৩২০ জন শিক্ষারথী এবং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ছেলেমেয়ে উভয়ের ৩০জন করে ৬০ জন শিক্ষারথী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে। লটারী ড্র এবং ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উদ্বোধন করেন অএ টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ আনোয়ার হোসেন। এসয় আরো উপস্থিত ছিলেন মাজুদা বেগম চীফ ইন্সট্রাকটর (বি এম), মোহাঃআরিফুর রহমান ইন্সট্রাকটর (ইলেকট্রিক্যাল), আবু খায়ের মোহাঃ মনিরুল হাছান ইন্সট্রাক্টর ( পদার্থ বিদ্যা) মোহাঃ আলমগীর কবির ইন্সট্রাক্টর (গনিত),আঞ্জুমানয়ারা বেগম ইন্সট্রাক্টর ( গনিত), এস এম আব্দুল্লাহ আল মামুন ইন্সট্রাক্টর ( নন-টেক), রসায়ন, মোহাঃ আবিদ হোসেন রাফি ইন্সট্রাক্টর ( নন-টেক) রসায়ন, সাদিয়া আফরিন ইন্সক্টর( নন- টেক), ইংরেজি,সুমা আক্তার ইন্সট্রাক্টর ( নন- টেক) ইংরেজি, এনামুল হক ইন্সট্রাক্টর ( নন- টেক), গনিত, মোঃ বেলাল হোসেন ইন্সট্রাক্টর ( নন- টেক) ইংরেজি, গোপাল চন্দ্র সাহা জুনিয়র ইন্সট্রাক্টর ( ফার্ম), মোহাঃ মামুনুর রহমান জুনিয়র ইন্সট্রাক্টর ( মেশিন), মোহাঃ জাহাংগীর আলম জুনিয়র ইন্সট্রাক্টর ( ইলেকট্রিক্যাল), কাজী আনছার উদ্দিন, জুনিয়র ইন্সট্রাক্টর ( বিএম), খায়রুল আলম, ধর্ম বিষয়ক ( ইসলাম),, মহিলা সাংবাদিক রেসমা আক্তার এবং বিভিন্ন এলাকা থেকে আগত ছাএছাএীদের অভিভাবক প্রমুখ।
Leave a Reply