বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে গণঅভ্যুত্থান দিবসে ৭নং চিলারং বিএনপির র‌্যালি ও বিজয় মিছিল চন্দনকুটির ও এর রহস্যময় প্রকৃতি শুধু স্মরণ নয়,শহীদের ত্যাগ বাস্তবায়নের ডাক দিল: মেয়র ডা. শাহাদাত লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সম্মিলন নওগাঁ মাদ্রাসার জমি উদ্ধার, দোকানঘর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজাম ও ভিপি আনছুর এর নেতৃত্বে রাংগুনীয়ায় ৫ আগস্টের বিজয় র‍্যালি অনুষ্ঠিত স্মার্টফোন পানিতে ভিজে গেলে যা করবেন চকবাজার ফুলতলা এখন কিশোর গ্যাংয়ের আয়ের হটস্পট, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ রামপুরায় সেনাবাহিনীর নিয়মিত অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার ফিরছে শান্তি ও নিরাপত্তা নদী বাঁচাও, চন্দ্রঘোনা বাঁচাও—সরকারের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে বিএনপি নেতারা অসাম্প্রদায়িক কথা বলে : সেতু মন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ৭.০০ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতা বিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি।
তিনি বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে বিএনপি নেতারা অসাম্প্রদায়িক কথা বলে।
সেতু মন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।
‘সরকারের পতন ঘন্টা বেজে গেছে’, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আসলে বিএনপি নেতারা এতটাই অন্ধ ও বধির যে,বহু আগেই জনগণ তাদের পতন ঘন্টা বাজিয়ে দিয়েছে। তা তারা শুনতে পায়না।
বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আন্দোলন আর নির্বাচনে চরম ব্যর্থতায় কি তাদের শেষ ঘন্টা বাজেনি? বিএনপি’র কথা ও কাজে কোন মিল নেই। তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি তাদেরই রাজনীতির অন্যতম প্রধান বাধা।
ওবায়দুল কাদের বলেন, জনগণ কী চায়, কী চায় না-তার মানদন্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক। জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে।
নির্বাচনের বাইরে গিয়ে অন্যকোন চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধান সম্মত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ সকল অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে। তিনি বিএনপি নেতাদেরকে কথামালার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচন মূখী হওয়ার আহবান জানান।
বিএনপি’র বিভিন্ন জেলার কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে, তাদের এসব অপপ্রচার প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি নেতাদের মিথ্যাচার সর্বজনবিদিত। বাধাতো নয়ই বরং সরকার সহযোগিতা করেছে। সরকার সহযোগিতা না করলে এ পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ করতে পারতো কী?
সেতু মন্ত্রী বলেন, বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের উপর চাপানো তাদের স্বভাবজাত আচরণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com