রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭৮৫৫ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ১২.২১ এএম
  • ৫৮২ বার পড়া হয়েছে

২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ হাজার ৮৫৫ জন নিহত এবং অপর ১৩ হাজার ৩৩০ জন আহত হয়েছেন।

জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র এবং অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার প্রাণহানীর সংখ্যা বেড়েছে ৮ দশমিক শূন্য ৭ শতাংশ ।

সদ্য সমাপ্ত বছরটিতে ৫ হাজার ৫১৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে তিন বলেন ৮০ শতাংশ সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে কোন মামলা হয় না এবং ২০ শতাংশ ক্ষেত্রে মামলা হলেও সাজা হয় মাত্র ১ শতাংশ। পরে মোজাম্মেল হক বাংলাদেশে সড়ক দুর্ঘটনার মূল কারন গুলো এবং এর সমাধানের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। তিনি সড়ক নিরাপত্তাকে বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com