কোভিডের মহামারি শুরুর পর থেকে সর্বাধিক নতুন দৈনিক সংক্রমণ দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে কোভিডের সর্বশেষ ভ্যারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে।
ইউএস সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, গত সোমবার যুক্তরাষ্ট্রে কোভিডে চার লাখ ৪০ হাজারের বেশি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে।
তবে, সিডিসি’র কর্মকর্তারা বলেছেন, বড়দিনের ছুটির কারণে কোভিড সংক্রমণের নিয়মিত প্রতিবেদন পেতে দেরি হওয়ার কারণে হয়তো আক্রান্তের সংখ্যা এত বেশি দেখা যাচ্ছে।
সিডিসি ডেটা ট্র্যাকার বলছে—গত ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে চার লাখ ৪১ হাজার ২৭৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে, যা সিডিসির কাছে আসা এখন পর্যন্ত দৈনিক শনাক্তের সর্বাধিক সংখ্যা। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ মুহূর্তে কোভিড সংক্রমণের সাত দিনের গড় বৃদ্ধি এখন সর্বোচ্চ স্তরে রয়েছে।
অবশ্য, সিডিসির কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে ওমিক্রনের প্রকোপের হার সংশোধন করে বলেছেন, আগে উল্লেখ করা ৭৩ শতাংশের পরিবর্তে ওমিক্রনের সংক্রমণের হার বর্তমানে কমে ৬৯ শতাংশে দাঁড়িয়েছে।
চিকিৎসা নীতি বিশেষজ্ঞ স্কট গটলিয়েব বলেছেন, ওমিক্রন সংক্রমণের নতুন তথ্য ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্রে ‘বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর একটি বড় অংশ’ এখনও ডেলটা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হচ্ছেন।
Leave a Reply