ক্যালি রড্রিগেজ। তিনিই প্রথম মহিলা বা ‘ফার্স্ট উওম্যান’। অ-শ্বেতাঙ্গ।
প্রথম মহিলা হিসাবে চাঁদে পা পড়বে ক্যালির।
ক্যালি যদিও আদতে মহাকাশচারী নন। একটি কাহিনির চরিত্র। প্রায় পাঁচ দশক পর চাঁদে ফের মানুষ পাঠানোর আগে শনিবার নাসা প্রকাশ করল ‘গ্রাফিক নভেল’। যার কেন্দ্রীয় চরিত্র প্রথম মহিলা ক্যালি।
Leave a Reply