বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার সাবেক সংসদ সদস্য বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার দারাজ এর ১১.১১ ক্যাম্পেইনে আকর্ষণীয় অফারের ঘোষণা দিল রিয়েলমি ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে মুন্সীগঞ্জে ব্র্যাক ব্যাংকের নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের জন্মদিন পালন করলেই ব্যবস্থা সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ

বান্দরবানের ৪ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৭.০২ পিএম
  • ৬ বার পড়া হয়েছে

 এক মাসের নিষেধাজ্ঞার পর অবশেষে পর্যটকদের জন্য খুলছে বান্দরবান ভ্রমণের দুয়ার। বান্দরবান জেলা সদর, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি এই চার উপজেলা পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার থেকে এই চার উপজেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা, রোয়াংছড়ি ও থানচি এ তিন উপজেলা।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

বান্দরবান সদরে ৭৪টিসহ মোট ৯৭টি হোটেল-মোটেল, রিসোর্ট-কটেজ রয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে বান্দরবানের পর্যটনকেন্দ্রে পর্যটকশূন্য থাকার কারণে রিসোর্ট-কটেজের অধিকাংশ কর্মচারী বান্দরবান ছেড়ে চলে গেছেন।

পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, এখানকার পর্যটন খাতের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখানে অনেকে বেকার হয়ে পড়েছে। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। তবে এসেসমেন্ট শেষ হলে রোয়াংছড়ি, রুমা ও থানচি- এই তিন উপজেলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আগামীকাল ৭ নভেম্বর থেকে পর্যটকরা বান্দরবানের সদর, নীলগিরি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি এলাকা ভ্রমণ করতে পারবেন বলেও জানান তিনি।

এর আগে ৮ অক্টোবর থেকে প্রায় এক মাসের মতো ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় বান্দরবান জেলা প্রশাসন। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে বিপাকে পড়েন এ খাতের সংশ্লিষ্ট হাজারো মানুষ।

পর্যটন জেলা বান্দরবানে কোভিড-১৯ পরবর্তীতে ২০২৩ সালের বণ্যা এবং পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ বিরোধী যৌথবাহিনীর দীর্ঘদিনের চলমান অভিযানের কারণে দফায় দফায় পর্যটকদের ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো।

খবর বাসস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com