মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার সাবেক সংসদ সদস্য বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার দারাজ এর ১১.১১ ক্যাম্পেইনে আকর্ষণীয় অফারের ঘোষণা দিল রিয়েলমি ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে মুন্সীগঞ্জে ব্র্যাক ব্যাংকের নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের জন্মদিন পালন করলেই ব্যবস্থা সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ

বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জামসহ নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৬.২০ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ও বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জামসহ নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতদের নাম- আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলার (নব্য জেএমবির সামরিক শাখার সদস্য) ও মোঃ কাউসার হোসেন ওরফে মেজর ওসামা।

সোমবার (১২ জুলাই, ২০২১) বিকাল ৩ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার)।

তিনি বলেন, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনা তদন্ত করতে গিয়ে ১১ জুলাই, ২০২১ (রবিবার) বিকাল ৪ টায় যাত্রাবাড়ী এলাকা হতে আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলারকে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। এই মোটরসাইকেলটি নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে যে বোমা রাখা হয়েছিল তা পরিবহনে ব্যবহৃত হয়েছিলো।

তিনি বলেন, গ্রেফতারকৃত মামুনের তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নোয়াগাঁও এলাকার জঙ্গী আস্তানায় অভিযান পরিচালনা করে ০৩ টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)  উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল হতে ৩০০ গ্রাম লাল রং এর বিষ্ফোরক জাতীয় পাউডার, ৭ টি বিউটেন গ্যাসের ক্যান, ১ সেট রিমোট কন্ট্রোল ডিভাইস,  ২ প্যাকেট ছোট সাইজের বিয়ারিং বল,  ৫০০ টি ক্রিসমাস বাল্ব, ১ রোল ২ ইঞ্চি সাদা কার্টুন টেপ ও  ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি নব্য জেএমবির সাংগঠনিক কাজে ব্যবহার করা হতো। পরবর্তী সময়ে সিটিটিসি’র বোম্ব ডিসপোজাল ইউনিট বোমা ৩ টি নিষ্ক্রিয় করে।

সিটিটিসি প্রধান বলেন, পল্লবী থানার একটি মামলার পলাতক আসামী মোঃ কাউসার হোসেন ওরফে মেজর ওসামাকে ১১ জুলাই, ২০২১ রাত ৮ টায় কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাউসার হোসেন নব্য জেএমবি’র সামরিক শাখার প্রশিক্ষক ও বোমা তৈরীর মূল কারিগর। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানাধীন কাজীপাড়া এলাকায় অপর জঙ্গী আস্তানায় অভিযান পরিচালনা করে  ১১ ইঞ্চি লম্বা বোমা তৈরীর জিআই পাইপ, ২ টি গ্রেনেড তৈরীর জিআই বক্স, ৪ টি রিমোট কন্ট্রোল ও ২ টি জিহাদী বইসহ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মোঃ কাউসার হোসেন ওরফে মেজর ওসামা  নব্য জেএমবি’র সামরিক শাখার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় সে উক্ত সংগঠনের সামরিক শাখার অন্যান্য সদস্যদের সাথে অনলাইনে ও অফলাইনে যোগাযোগ রক্ষা করে বোমা তৈরীর প্রশিক্ষণ দিত। বাংলাদেশের নব্য জেএমবির আমীর মাহাদী হাসান ওরফে আবু আব্বাস আল বাঙ্গালীর সাথে সে নিয়মিত যোগাযোগ রাখত।

গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com