অনেকেই প্রচলিত কোনও পোশাকের থেকে একটু অন্যরকম কিছু ট্রাই করতে ভালবাসেন। এতে বৈচিত্রও যেমন আসে, তেমন সবার থেকে একটু আলাদাও দেখায় নিজেকে। তাঁদের জন্যই এক অভিনব জুতো নিয়ে এসেছে ইতালির এক সংস্থা। যাঁরা ম্যাগি ভালবাসেন তাঁরা এই জুতো ভাল না বেসে পারবেন না।
ইতালির লাক্সারি ব্র্যান্ড ‘বোত্তেগা ভেনেতা’ তাদের ‘প্রি-ফল ২০২০’ কালেকশনে এনেছে এই ম্যাগি জুতো। চিন্তার কিছু নেই এটি আসল ম্যাগির মতো দেখতে হলেও আসল ম্যাগি দিয়ে তৈরি নয়। চামড়া দিয়েই তৈরি।বোত্তেগার ভেনেতার ডায়েট প্রাডা নামে ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে ম্যাগি জুতোর দু’টি ছবি পোস্ট হয়েছে। যেটি ইতিমধ্যেই ৮৫ হাজারের উপর লাইক পেয়েছে।এই পোস্টে বেশ কিছু মজার কমেন্ট পড়েছে। তার মধ্যে কেউ কেউ লিখেছেন, ‘ক্ষুধার্ত’, কেউ আবার জানতে চেয়েছেন একটা গরম জলরোধী (হট ওয়াটার প্রুফ) এর দাম প্রায় এক লক্ষ টাকা।
Leave a Reply