মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধি।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বরগুনার আমতলী থানা হানাদার মুক্ত হয়েছিল। আমতলী মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে বরগুনার আমতলী রিপোটার্র্স ইউনিটি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ ঘটিকায় আমতলী রিপোর্টার্স ইউনিটি কাযার্লয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিটি’র সভাপতি হারুন অর রশিদ। সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজের সঞ্চালনায় আমতলী মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী মুক্তাঞ্চল ঘোষনার অগ্রনায়ক, তৎকালীন থানা ইনচার্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম পাশা তালুকদার।
বক্তব্য রাখেন উপজেল আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন, জেলা আওয়ামীলীগ সদস্য উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এমএ কাদের মিয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক দপ্তর সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম সামসুদ্দিন আহম্মেদ সানু, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা আতাউর রহমান, আঃ মালেক, ন্যাপ নেতা সাংবাদিক খান মতিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা গাজী মোঃ কামাল, তরিকুল ইসলাম জুয়েল, আইনজীবী এ্যাড. নুরুল ইসলাম শানু, এ্যাড. আবুল কাশেম, এ্যাড. গোলাম দেলোয়ার হোসেন খান, এ্যাড. হরিহর চন্দ্র দাস, সাংবাদিক এ্যাড. এম. ইসহাক বাচ্চু, জিয়া উদ্দিন সিদ্দিকী, তালুকদার মোঃ কামাল, মোঃ আবু হানিফ, পারভেজ শাহারিয়ার, প্রমুখ।
সভার শুরুতে সকল শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
বক্তারা স্বাধীনতা যুদ্ধে আমতলী থানা কিভাবে মুক্ত হয়েছিল তা আলোকপাত করেন। তারা আরো বলেন, এ দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরে তাদের জানাতে হবে বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে। সকলকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি সম্মানিত স্থানে নিয়ে যাওয়াই হবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
Leave a Reply