ইউরোপীয় ইউনিয়ন জানায়, ইউক্রেইন ও ক্রাইমিয়ার সীমান্ত বরাবর প্রায় ১,৫০,০০০ রুশ সেনা মোতায়েন করা হয়েছে, যা কিনা এই অঞ্চলে এ যাবৎ সর্ববৃহৎ রুশ সেনাদের উপস্থিতিI ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ে প্রধান, জোসেফ বোরেল, ইউক্রেইন এবং কুক্ষিগত ক্রাইমিয়ার সীমান্তে এ ধরণের সামরিক উপস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
তিনি জানান, রাশিয়ার সেনাবাহিনী সব ধরণের যুদ্ধাস্ত্র, নানাবিধ সরঞ্জাম, হাসপাতাল ইত্যাদি মোতায়েন করে চলেছেI জোসেফ বোরেল বলেন, ইউক্রেইন সীমান্তে এ যাবৎ এটাই সর্ববৃহৎ রুশ সেনাদের উপস্থিতি।
তবে তিনি আরো বলেন, চেক প্রজাতন্ত্র, রাশিয়ার গুপ্তচররা তাদের অস্ত্র ভাণ্ডারে ২০১৪ সালে হামলা চালানোর দোষারোপ করলেও, ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন, মস্কো’র বিরুদ্ধে এখনই কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না।
Leave a Reply