মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তালতলী সাংবাদিক ঐক্যজোটের কমিটি গঠন, জোবায়ের সভাপতি মাসুম সম্পাদক চলমান রাজনৈতিক সংকটের সমাধান একমাত্র মানবতার রাজনীতি – আল্লামা ইমাম হায়াত ট্রাফিক বিভাগ চট্টগ্রাম ম্যানুয়াল পদ্ধতির স্লিপে রেকার ভাড়া ৭৫০ টাকা ব্যতীত সরকারি রশিদে সমুদয় জরিমানার উল্লেখ থাকছে না ইনসানিয়াত বিপ্লব,চট্টগ্রাম জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জবিয়ান জামালপুর ফোরাম কর্তৃক বার্ষিক বনভোজন গজনী অবকাশে অনুষ্ঠিত শিক্ষক শিক্ষিকার পাল্টাপাল্টি অভিযোগ,শিক্ষা কার্যক্রম ব্যহত! বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান ফরিদপুরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তুরাগ নদীর আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ-ডিএমপি

লক্ষ্মীপুরের রায়পুরে দুর্বৃত্তরা ৩ মাস ধরে বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে !

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯, ৭.৫৬ পিএম
  • ৬১০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের সেলিম মিয়ার বাড়ির যাতায়াতের রাস্তা দীর্ঘ তিনমাস ধরে দখল করে রেখেছে একই এলাকার খাগো বাড়ির মৃত দীন মোহাম্মদের ছেলে আব্দুল মোতালেব।
জানা গেছে মোহাম্মদ সেলিমের বাবা মৃত সরাফত আলী ও আব্দুল মোতালেবের দাদা একই জমার জমি আলাদা দলিলে খরিদ করেন আজ থেকে ৫০ বছর পূর্বে। তারা আজ কেউই জীবিত নেই। যার সাবেক খতিয়ান নাম্বার ৪৩১, দাগ নাম্বার ১৪৯৩। হাল খতিয়ান নাম্বার ১৬২০, দাগ নাম্বার ৩৫১৭, মোট জমি ২৩ শতক রেকর্ড আছে।
আব্দুল মোতালেব ওয়ারিশ সূত্রে প্রাপ্ত অংশ বিক্রি করে শরাফত আলীর অংশটুকু জোরপূর্বক দখলের চেষ্টা করে দীর্ঘদিন ধরে। এই নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ হয়। সেলিম মিয়ার বাড়ির যাতায়াতের রাস্তা ব্যবহার করেন একই এলাকার মোঃ আবুল কালাম মোহাম্মদ ইসমাইল বকুল পাটোয়ারী সোহেল পাটোয়ারী শিউলি আক্তার রুবেল পাটোয়ারী সুমন পাটোয়ারী রহিমা বেগম ও নার্গিস আক্তার সহ তাদের পরিবারে থাকা ৫০ জন সদস্য সদস্য। এছাড়াও এই বাড়ির রাস্তায় ব্যবহার করেন বিভিন্ন স্কুল মাদ্রাসা ও বাজার গামে বহু নারী পুরুষ।
দীর্ঘ ৪০ বছর যাবৎ চলাচলের রাস্তা সম্পূর্ণ বেআইনিভাবে আব্দুল মোতালেব আউলি বেড়া দিয়ে জোরপূর্বক দখল করে নেয় বলে সেলিম মিয়া জানান।
দীর্ঘ তিনমাস ধরে আউলি বেড়া দিয়ে জমি অবৈধভাবে দখলে নেয়ার বিষয়ে  বক্তব্য নেয়ার জন্য আবদুল মোতালেবকে বারবার কল করেও মুঠো ফোনে পাওয়া যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কিসমত বলেন -দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে ঘর তোলা, আউলিয়া বেড়া দেয়া এটা অন্যায়। কেন মোতালেব তা করছে তা আমার বোধগম্য নয়। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন- জায়গা জমি নিয়ে যদি তর্ক-বিতর্ক থেকে থাকে তাহলে কাগজপত্র নিয়ে বসলেই ক্লিয়ার হয়ে যাবে।তবে রাস্তা বন্ধ করাটা অন্যায় হয়েছে। আমার পরিষদের মেম্বার হোসেন মাহাজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। সে আমাকে এখনো কোনো রিপোর্ট দেয়নি। দিলে আমি বিষয়টি আরও ক্লিয়ার হতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com