আলবেনিয়াতে ৩ দশকের মধ্যে সবচাইতে শক্তিশালী ও বিপর্যয়কারী ভূমিকম্পে বুধবার অন্ততঃ ৩০ জনের মৃত্যু হয়েছে I উপকূলীয় শহর, DURRES এ ১৭জন নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে I এছাড়াও THUMANE শহরে ১৫জন এবং KURBIN এ একজন নিহত হন I দুর্যোগ কর্মকর্তারা জানান, বহু লোক এখনো নিখোঁজ রয়েছেন ;তাই মৃতের সংখ্যা বাড়বে বলে অনুমান I শত শত লোককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় I আলবেনিয়া সরকার উপদ্রুত শহরগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন I পার্শ্ববর্তী দেশ, কসোভো, ইতালি ও গ্রিস থেকে উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতায় নিয়োজিত হয়েছে I
সরকার তল্লাশি ও উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছে I
Leave a Reply