গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
লবন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্র বৃদ্ধি ও মজুদ সম্পর্কিত গুজব প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের আয়োজনে গত মঙ্গলবার সন্ধায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ জরুরি সভাটি অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান ( পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা
আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক দিপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো,
সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সভাপতি হাবিবুর রহমান বাবলু, পরিচালক মামুনুর রশিদ প্রমুখ।
সভায় জেলার বিভিন্নস্তরের ব্যাবসায়ী নেত্রীবৃন্দ সহ বিভিন্ন কার্যালয়ের
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জরুরি এ সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে পরবর্তীতে জেলা প্রশাসনকে না জানিয়ে কোন ব্যাবসায়ীই আর পন্যের মূল্য বৃদ্ধি করতে পারবে না। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত ভাম্যমান আদালত শহরের বাসস্টান্ড এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ও সারওয়ার হোসেন নামের দুই ব্যাবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেন এবং
কালিবাড়ি বাজার থেকে মাসুদ, সিরাজুল ইসলাম ও নবাব নামের অপর তিন
ব্যাবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
Leave a Reply