কলকাতার ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক গোলাপি ম্যাচ বা পিংক টেস্টে মুখোমুখি হলো ভারত বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরকমই সব আন্তর্জাতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে আজকের ম্যাচ অনুষ্ঠিত হয়।
এদিন গোলাপি বলে প্রথম টেস্ট খেলতে নামে ভারত-বাংলাদেশ। এই টেস্ট ম্যাচ নিয়ে প্রবল উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু সব কিছুকেই যেন হতাশ করে দেয় বাংলাদেশের দুর্বল ব্যাটিং। এখন সবার মনে একটাই প্রশ্ন, টেস্ট তিনদিন গড়াবে তো!এদিন গোলাপি বলে ইডেনে প্রথম উইকেট পেলেন ইশান্ত শর্মা।
এর আগে ইডেনে ঘন্টা বাজিয়ে খেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাশে দাঁড়িয়ে তখন হাততালি দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুত্র জয় শাহ। ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও।
সর্বশেষ খবর অনুযায়ী এদিন ১০৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল এবং ১১৭ রান করা পর্যন্ত দু’উইকেট হারায় ভারতীয় টিম।
Leave a Reply