বাগদাদে ইরাকের নিরাপত্তা বাহিনী এবং সরকার বিরোধী বিক্ষোভকারিদের মধ্যে সর্বসাম্প্রতিক সংঘাতে অন্তত দু জন নিহত হয়েছে।
কর্তৃপক্ষ বলছে যে বিক্ষোভকারিদের শহরের সিনাক সেতু থেকে সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাসের ক্যানেস্তেরা ছুঁড়লে প্রতিবাদকারীরা নিহত হয়। বিক্ষোভকারিরা সিনাক সেতু ছাড়াও দোজলা নদী অতিক্রমকারি আহরার এবং জামুরহিয়া সেতু দখল করে নেয় । এই সেতুগুলো দিয়েই সুরক্ষিত গ্রীন জোনে যাওয়া যায় , যেখানে ইরাকি সরকারের সদর দপ্তর অবস্থিত।
চাকরি এবং জনসাধারণের পরিষেবার অভাবের বিরুদ্ধে অক্টোবর মাসে যে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছিল , সেই বিক্ষোভ এখন সম্প্রসারিত হয়েছে এবং লোকজন ব্যাপক দূর্নীতি এবং আয়ের অসমতার বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছে। তারা সরকারকে সম্পুর্ণ ঢেলে সাজানোর দাবি করছে।
নিরাপত্তা বাহিনী , নিরস্ত্র বিক্ষোভকারিদের বিরুদ্ধে সক্রিয় অস্ত্র শস্ত্র , কাঁদানে গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করেছে যাতে এ পর্যন্ত ৩২০ জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকি কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেছেন যে সব কর্মকর্তা দূর্নীতি কিংবা সহিংসতার জন্য দায়ি তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করবে।
Leave a Reply