ম্যাগিতে গোলাপের গন্ধ, সয়াবিন বিরিয়ানি, গুলাবজামুন বড়াপাও, ওরিও সিঙাড়া, চকলেট ধোসা, জামুন পিৎজার পর আপনি যদি ভাবেন অবাক পদের তালিকা শেষ হয়ে গিয়েছে তবে ভুল করছেন। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল অদ্ভুত ভাবনা চিন্তার এক আইসক্রিম। অদ্ভুত কারণ, আপনি স্বপ্নেও হয়তো ভাবেননি এমন ফ্লেভারের কোনও আইস্ক্রিমের জন্ম হতে পারে। এটি মাংসের গন্ধ যুক্ত আইসক্রিম। চমকালেন?
বেলারুশের এক সংস্থা মিনস্ক ইনস্টিটিউট ফর মিট অ্যান্ড ডেয়ারি এমন এক আইসক্রিম তৈরি করেছে যা মাংসের গন্ধ যুক্ত। এই সংস্থা মাংস এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে যুক্ত। সংস্থার তৈরি এই অভিনব আইসক্রিমের নাম রাখা হয়েছে ‘আইস মিট’। গত সেপ্টেম্বরে ‘বেলাগো ২০২০ এগজিবিশনে’ প্রথম ‘আইস মিট’ সামনে আনা হয়। সংস্থার দাবি, এতে কোনও চিনি নেই। এটি খুবই স্বাস্থ্যকর।
Leave a Reply