লবণের মূলবৃদ্ধি গুজব প্রতিরোধে মাঠে প্রশাসন ৩ ব্যবসায়ীকে জরিমানা একটি সিলগালা,
মল্লিক মো. জামাল ,তালতলী (বরগুনা) প্রতিনিধি :বরগুনার তালতলীতে নির্ধারিত মুল্যের চেয়ে বেশী দামে লবণ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ৮হাজার টাকা জরিমানা এবং একটি দোকান সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৯নভেম্বর)বিকাল ৫টা হতে সন্ধা সাড়ে ৮টা পর্যন্ত তালতলী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চলছে।
অভিযানে তালতলী বাজারের সদর রোডে বাচ্চু মিয়া কে ৩০০০ হাজার,ছোটবগী বাজারের মেসার্স পহলান স্টোরের মালিক শম্ভু পহলান কে ৩০০০ টাকা ও স্বপনকে ২০০০ টাকা এবং পচাঁকোড়ালিয়া বাজারে আবির ট্রেডার্স এর মালিক আশ্রাফ আলী কে না পাওয়ায় দোকান সিলগালা করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম মিঞা। এ সময় আদালতে সহায়তা করেন তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান
ভ্রাম্যমান আদালতে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন গুজবে কান দিবেন না।কেউ ১কেজির উপরে লবন না কিনতে গ্রাহকদের কাছে তারা আহবান জানিয়েছেন
Leave a Reply