আফগান সরকার তিন গুরুত্বপূর্ণ তালিবান বন্দীদের মুক্তি দেবার পর মঙ্গলবার দুইজন পশ্চিমা জিম্মিকে মুক্তি দিয়েছে তালিবান বিদ্রোহীরা।
খবরের সুত্রে জানা যায় যুক্তরাষ্ট্রের কেভিন কিং এবং অস্ট্রেলিয়ার টিমোথি ওয়িক্স দক্ষিণ আফগানিস্তানের যাবুল প্রদেশ থেকে ছাড়া পান। এই প্রক্রিয়ার সাহায্যের জন্য বিভিন্ন এলাকায় ৪৮ ঘণ্টার যুদ্ধ-বিরতি দেয়া হয়।
তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে চুক্তি অনুযায়ী ১০ আফগান সৈন্যকেও মুক্তি দেয়া হয়েছে। আফগান সরকারের এক সুত্রে জানা গেছে যে ঐ তিন তালিবান বন্দীকে কাতার সরকারের একটি বিশেষ প্লেনে করে কাবুল থেকে দোহা তে নিয়ে যাওয়া হয়। দোহাতে অবস্থানরত তালিবান এক সাবেক দূত মৌলোভি আব্দুল সালাম যাইফ নিশ্চিত করেছেন যে ঐ তিন বন্দী দোহাতে পৌঁছেছেন।
Leave a Reply