মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি ঃ নগরীর সিইপিজেডস্থ আলোরপথে-দিগন্ত ডেভেলপমেন্ট সোসাইটি(এডিডিএস)জাতীয় তথ্য অধিকার দিবস পালনে বিশেষ আলোচনা সভা ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহি সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টেল চিটাগং ডেইলী ডটকম‘র সিনিয়র রিপোটার মুঃ বাবুল হোসেন বাবলা।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল”সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে”এর উপর আলোচনায় অংশ নেন কিউ টিভির চট্টগ্রাম ব্যুরোর প্রতিনিধি মোঃআসাদুল ইসলাম, সংস্থার অর্থ সম্পাদক ও নারী নেত্রী মোছাম্মৎ রুমা ইয়াছমিন, ট্রেনার সদস্য কনা দাশ,সার্ক মানবাকিার সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা তাসলিমা আক্তার নিশা,সংগঠক-তাহমিনা ইসলাম,সংস্থার সদস্য রুমা দেবী, জাহিন পারভিন,পান্না বিশ্বাস,অর্জুন আচার্য্য প্রমুখ।
কর্মসূচিতে সামাজিক সুরক্ষা,শাররিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে জাতীয় তথ্য অধিকার দিবস পালনে বিশেষ আলোচনা সভাটি সম্পন্ন করে। এসময় তথ্য প্রচার-তথ্য চাওয়া এবং তথ্য পাওয়ার বিষয়টি সঠিক ভাবে কর্মী-সংগঠক এবং জন সাধারণ কে বুঝিয়ে দেওয়া হয়।
Leave a Reply